বিভিন্ন ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের দু’সদস্য গ্রেফতার
ফকির হাসান, ছাতক থেকেঃ ছাতকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও আন্তঃজেলা ডাকাতদলের দু’সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে অস্ত্র ও মালামালসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আকত মিয়া ওরফে লিয়াকত আলী (৩৮)। -সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার প্রথমাদেক গ্রামের মৃত কুতুব উল্লাহর পুত্র এবং মুক্তারপুর গ্রামের কালা মিয়ার মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস করছে আসছে লিয়াতক। অপরজন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কালারাজা (৩৫)।- গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি গভীর রাতে অভিযান চালিয়ে লিয়াকত আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় অন্তত ১০টি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও অস্ত্রাদি উদ্ধার করা হয়। পরে ডাকাত কালারাজাকেও তার বাড়ি মুক্তারপুর থেকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে দুটি লাকেজ, বিভিন্ন ব্রান্ডের ১৬টি শাড়ী, ১টি কামিজ, ১টি শেলোয়ার, ১টি থ্রি-পিছ, ১টি লেপটপ, ৫টি মোবাইল সেটসহ প্রায় ১০টি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি জানান, ডাকাত সর্দার রাজুর সহযোগী লিয়াকতকে গ্রেফতার করে তার বাসা থেকে লুন্ঠিত মালামাল ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী লিয়াকত ছাতক, বিশ্বনাথ, ওসমানীনগর, হবিগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও ডাকাতি পরিচালনা করে আসছে।