জুড়ীতে দিন দিন বাড়ছে শিশুশ্রম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
শিশুশ্রম আইনের দৃষ্টিতে নিষেধ থাকলেও কে মানে কার আইন। মানেনা সমাজের বিত্তবান, শিল্পপতি, ঠিকাদারী প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অভিভাবকরা। তারা শিশুদের দিয়ে ওদের আয়ত্বের বাইরে বহু কাজ করাতে মজা পান। যে বয়সে শিশুদের লেখাপড়ার উৎসাহ দেয়ার কথা সে বয়সে তাদের দিয়ে অহরহ অমানবিক কাজ করানো হচ্ছে। কোনো কোনো সময় আইন প্রয়োগকারীদের নাকের ডগায় শিশুশ্রমের কাজ হতে দেখলেও তারা স্বচক্ষে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যান। প্রকৃত কথা বলতে কি শিশুশ্রমের আইন প্রয়োগ না থাকার ফলে দিন দিন শিশুশ্রম বাড়ছে। গতকাল নজরে পড়লো এমন একটি করুন দৃশ্য। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপি ভজিটিলা গ্রামের কাজল মিয়ার ১০বছরের ছেলে যুবের আহমদ তার অবুঝ ২ভাইকে নিয়ে আম ভর্তি কয়েকটি ক্যারট ভ্যান গাড়িতে উঠিয়ে গাড়িটি চালাতে না পেরে জীবন বাজি রেখে ভ্যানের হ্যান্ডেলে ধরে টানছে এবং ছোট ভাইরা পেছন থেকে ভ্যানকে ধাক্কা দিয়ে তাকে সহযোগিতা করছে। কারণ, তাদের বাবার আদেশ ওই পণ্যগুলো কাঁচামাল ব্যবসায়ির দোকানে পৌঁেছ দিয়ে উপার্জিত অর্থ কাজল মিয়ার হাতে দিতে হবে। এই দৃশ্যটি জুড়ী-ফুলতলা সড়কের জুড়ী কোম্পানী সদর বিজিবি ক্যাম্প সংলগ্ন ত্রিমোহনী থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে।