কল্যাণী বৃষ্টির সুবাদে এবার উঠতি ইরি বোর সম্ভাবনাময় প্রবৃদ্ধির আমেজ

Bishwanath Paddy Field 19-08-2014মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কল্যাণী বৃষ্টির সুবাদে মৌলভীবাজার জেলার সর্বত্রসহ হাওরাঞ্চলের উঠতি ইরি বোর ধানে লেগেছে প্রবৃদ্ধির আমেজ। বৃষ্টির ছোয়ায় বিস্তীর্ণ মাঠের ইরিধান সবুজাভ হয়ে উঠেছে। হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগ সুত্রে জানা যায়- চলতি ইরি বোর মৌসুমে আবাদকৃত ৬১ হাজার হেক্টর জমির মধ্যে ৪৫ হাজার হচ্ছে সেঁচ নির্ভর। ডিপ টিউবওয়েল অথবা নিকটবর্তী উৎস থেকে পানি সেঁচের মাধ্যমে উল্লেখিত পরিমান জমিতে ফসল ফলানো হয়। তাতে প্রতি বিঘাতে সেঁচ ব্যয় হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত । কিন্ত প্রকৃতি দরাজ থাকায় এবার সেঁচ ব্যয় তেমন লাগছেনা। গত ১৯ ফেব্রুয়ারী রাতের মুষলধারের বৃষ্টি এবং ৪ মার্চের এক পশলা বৃষ্টিতে ধানী জমিতে এসেছে পৃথক সুষমা। উঠতি ধান সবুজাভ হবার সাথে সাথে ক্রমশ পল্লবিত হচ্ছে নতুন শক্তি নিয়ে। বিশেষত : হাওরাঞ্চলের ভৃমিতে ধান বেড়ে উঠেছে আশাতীত ভাবে। কৃষক মহল জানিয়েছেন, দুদফা বৃষ্টির সুবাদে আগাম ইরি বোর ধানের জমিতে ফলন হবে আশানুরূপ।