বঙ্গোপসাগরে বাংলাদেশের সমপরিমাণ ভুখণ্ডের সন্ধান !

Bay-of-Bengal-New Islandসুরমা টাইম ডেস্কঃ বঙ্গোপসাগরে জেগে উঠছে বাংলাদেশর সমপরিমাণ এর আয়াতন প্রায় ৪৫ হাজার বর্গ মাইল। জেগে ওঠা বিশাল ভূখণ্ডকে কত দ্রুত ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়ে সরকার চেষ্টা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমন কথা বলেছেন। বন ও পরিবেশ মন্ত্রী’র বক্তব্য যদি সত্যি হয় তাহলে এটি বাংলাদেশের জন্য অবশই একটি সুখবর। মন্ত্রী এও বলেছেন, এজন্য প্রয়োজনে বিদেশী সহায়তা গ্রহণ করা হবে। সুন্দরবন উপকুল এলাকায় জেগে ওঠা চরে আগামী বর্ষা মৌসুমে বনায়ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানিয়েছেন।