মকসুদ বক্ত স্মৃতি পরিষদ আয়োজিত হাম্দ নাত্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গত সোমবার ৬ জুলাই বাদ তারাবিহ নামাজের পর কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে আলহাজ্ব মকসুদ বক্ত স্মৃতি পরিষদের উদ্যোগে হামদ্ নাত্ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩ বিভাগে বিভক্ত করে ক, খ ও গ বিভাগে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মকসুদ বক্ত স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব বাবর বক্ত। বোর্ডের মহাপরিচালক আলহাজ্ব ক্বারী মাওলানা মোজাম্মিল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সদস্য সচিব মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, মাওলানা ক্বারী মুফতি সিকন্দার, মাওলানা ক্বারী মনজরুর রহমান, মাওলানা ক্বারী মোজাক্কির হোসেন চৌধুরী, মাওলানা ক্বারী আব্দুল ওদুদ, মাওলানা ক্বারী গোলাম কিবরিয়া, মাওলানা ক্বারী আব্দুল হান্নান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা বিলাল আহমদ প্রমুখ।