আম্বরখানায় পানির লাইনে আগুন : আতঙ্ক

fire amborkhanaসুরমা টাইমস ডেস্কঃ নগরীর আম্বরখানা এলাকায় সিটি করপোরেশেনর পানির লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টার দিকে আম্বরখানা পয়েন্ট দিয়ে যাওয়া পানির লাইনে আগুন ধরে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারাই সিটি করপোরেশনের পানির মিথেন গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সিটি ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ধারণা করছিলেন মাটির নিচ দিয়ে টেনে নেওয়া পানি ও গ্যাস লাইনের কোথাও লিক হয়ে যাওয়ার ফলে পানিতে গ্যাসের গন্ধ করতে পারে।
পানিতে গ্যাস ছড়িয়ে পড়ার ফলে দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেছিলেন ভূক্তভোগীরা। তবে সিটি করপোরেন বা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই সমস্যা সমাধনে উদ্যোগ নেয় নি। এ অবস্থায় শনিবার রাত ১০ টায় আম্বরখানা পুবালী ব্যাংকের সামনে পানির লাইনে আগুন ধরে যায়।
এ ব্যাপারে আম্বরখানার পরশ কনফেকশনারীর সত্ত্বাধিকারী আলী হোসেন বলেন, আমার দোকানের সামনেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দ করে আগুন লেগে যায়।
আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আলী আকবর বলেন, এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরো বড় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফায়জুর রহমান জানান, আম্বরখানা সোনালী ব্যাংকের সামনে মাটির নিচ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের বুদ্বুদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এসছেন।