ছাত্রলীগের সম্মেলনে জুতায় পিষ্ট শহীদ বেদী

sohid_minar04-07-2015সুরমা টাইমস ডেস্কঃ প্রায় চার বছর পর অনুষ্ঠিত হলো সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সম্মেলেনটি। প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউজ্জামান সোহাগ। সম্মেলন শান্তিপুর্ণ ভাবে শেষ হলেও শহীদ বেদী উপর জুতা পায়ে অবাধ বিচরণ করেছেন সম্মেলনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা। আবার কেউ কেউ শহীদ মিনারের সামনে জুতা রেখে উঠেছেন অনুষ্ঠান মঞ্চে।
সকাল থেকে দুপুর পযর্ন্ত মিছিলে মিছিলে বিভিন্ন এলাকাও উপজেলা,কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। সম্মেলন চলাকালীন সময়ে দেখাযায় ছাত্রলীগের কিছু নেতা কর্মী বারবারই শহীদ মিনারের বেদীতে জুতাপায়ে উঠছেন।কয়েকজন নেতা তাদের বাধাও দিয়ে ছিলেন কিন্তু কেউ কোন কথা শুনেনি ।সময়যত বাড়ে শহীদ মিনারের জুতা নিয়ে উঠারও সংখ্যা বাড়ে ।
অনেকেতো পা-তুলে শহীদ মিনারের একদম বুকের উপর উঠে বসেন । আবারো ছাত্রলীগের juta_shohid_minar04-06-23015কয়েকজন নেতা তাদের নামিয়ে দেয়ার চেষ্টা করেন কিন্তু সফল হননি।এক পর্যায়ে লাইনে ধরে বসে পড়েন তারা।সুভাপায় জুতা তখন। যেখানে কোন দিবস এলে থাকে ফুলে ফুলে সাজানো ।
সম্মেলনে প্রথম দিকে কয়েকজন জুতা খুলে প্রবেশ করলেও পরে জুতা পায়েই অবাধ যাতায়াত চলে শহীদ মিনারের বেদীতে। স্লোগান দিতে কিংবা কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি উঠতে খেয়ালই করেননি তারা অবস্থান করছিলেন শহীদদের স্মৃতি বিজরিত শহীদ মিনারের মূল বেদীতে জুতা পায়েই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিমনা অনেকেই। অনেকর দাবী ছাত্রলীগের সম্মেলন এতো বড় পরিসরে হওয়ার কথা জেনেও শহীদ মিনারের ছোট পরিসরের জায়গায় আয়োজন করা ঠিক হয়নি। এমন আয়োজন বড় খোলা মাঠে মঞ্চ তৈরি করে সম্মেলন করা যেত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক মহিলা এমপি বর্তমান মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জৈবুনেচ্ছা হকসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রবিণ নেতাদের সামনেই ছাত্রলীগ কর্মীরা শহীদদের স্মৃতি বিজরিত শহীদ মিনারে এমন অসম্মান করলেও কেউ এ বিষয়টি নিয়ে কথা বলেননি।