জামায়াতের হরতাল : নগরে যানজট, দোকানপাটে ভীড়

xxxxxxসুরমা টাইমস ডেস্কঃ নগরজুড়ে যানজট আর দোকানপাটে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের মধ্য দিয়ে সিলেট পালিত হচ্ছে জামায়াত ইসলামীর ডাকা ২৪ ঘন্টার হরতাল। রমজানের ঠিক পূর্ব ডাকা এই হরতাল জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। হরতালের আহ্বান উপেক্ষা করেই নগরবাসী বেরিয়েছেন নিজেদের কাজে।
এরাআগে হরতাল কর্মসূচী চলাকালে ভাংচুরের ভয়ে দোকানপাট এবং বিপনীবিতানগুলো বন্ধ থাকলো বুধবারের হরতালে নগরীর প্রায় সব দোকানপাটই খোলা রয়েছে। খেঅরা আছে অনেক বিপনী বিতানও।
5546সকাল থেকে নগরীতে রিক্সা অটোরিক্সাসহ ছোটখাটো যানবহান চলচল শুরু করে । বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে থাকে। দুপুরের দিকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, জেলরোডসহ বিভিন্ন এলাকায় যানজট লগে যেত দেখা যায়।
কদমতলী বাস টার্মিনালে দুরপাল্লা ও আন্ত:জেলা বাস চলাচল করছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন রুটে ট্রেন চলাচলও।
আজকের হরতালের সমর্থনে নগরীতে কোন ধরনের ভাংচুর বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। কোনো মিছিল বা সমাবেশ করেনি হরতাল সমর্থকেরা।
তবে নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশী টহল জোরদার করা রয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবিও।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।