১৫৪ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে কেমুসাসের বিশেষ আলোচনা সভা

রবীন্দ্রনাথের জীবনের প্রতিটি কর্মেই ছিল সাহিত্য ও শিল্পে পরিপূণ

02বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয। সভায় আলোচকরা বলেন-রবীন্দ্র নাথ বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে হাজির করেছেন তার আপন গুণে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে আমাদেরকে অনেক উচুতে নিয়ে গেছেন। এজন্য রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে অন্যতম বড় বিজ্ঞাপন হয়ে উঠেছেন। রবীন্দ্র নাথ ঠাকুর বাংলা সাহিত্যের কাব্য চর্চা করে তিনিই এশিয়দের মধ্যে গীতাঞ্জলিতে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আলোচকরা আরো বলেন, রবীন্দ্রনাথ তার জীবনের প্রতিটি কর্মেই ছিল সাহিত্য ও শিল্পে পরিপূর্ণ। আল-ইসলাহ সম্পাদক আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন গল্পকার সেলিম আউয়াল, কবি এখলাসুর রাহমান, কবি মামুল সুলতান ও সাইয়িদ শাহিন।
মামুন হোসেন বিলালের পরিচালনায় ৮৬৮ তম সাহিত্য আসরে লেখাপাঠে অংশগ্রহণ করেন- আব্দুল্লাহ আল মাহমুদ, রুমান হাফিজ, জহির উদ্দিন, সালেহ রাশেদ, হুসাইন মুহাম্মদ ফাহিম, আমিনা শহীদ চৌধুরী মান্না, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল কাদির জীবন, কামাল আহমদ, এহসানুল করিম কাওছার, বশির উদ্দিন, রাফিদুল ইসলাম, উম্মে সুমাইয়া তাসবীন নীলা, সাইয়িদ শাহীন, রাজ্জাক রাজু, সালমান রাশেদ, মাহবুবুল আলম এমরান, মাহমুদুর রহমান, জামিল আহমদ, জালাল আহমেদ জয়, আহমেদ আরিফ, মোয়ায়েম আনাম, সিরাজুল হক, আলাল আহমদ, ইমন শরীফ, মুক্তদা হামিদ, কামরুজ্জামান হেলাল।সাহিত্য আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহির উদ্দিন। সাহিত্য আসরে সেরা লেখক নির্বাচিত হন মাহমুদুর রহমান। বিজ্ঞপ্তি।