যৌন হেনস্তাকারীদের বিচার দাবিকারীদের ওপর পুলিশের হামলা

ছাত্র ইউনিয়নের তারেক-লাকির মাথা ফাটালো পুলিশ

সুরমা টাইমস ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যৌন হেনস্তাকারীদের শাস্তির দাবিতে ছাত্র ইউনিয়নের ডাকা কর্মসূচিতে আজ রোববার দুপুর ১টার দিকে হামলা করেছে পুলিশ। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কাকরাইল-মগবাজার সড়কের সার্কিট হাউস মসজিদের সামনে অবস্থান নিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং জলকামান দিয়ে হামলা চালায়। এতে সাতজন আহত হন। এ সময় ছাত্র ইউনিয়নের তিন কর্মীকে আটক করে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। রোববার দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ডিএমপি কার্যালয়ের দিকে গেলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
এসময় পুলিশের লাঠির আঘাতে সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারের মাথা ফেটে যায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
১০ মে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও

https://www.youtube.com/watch?v=MEsVkB_c3hQ

https://www.youtube.com/watch?v=FCJs2Um4zhQ