চীনের ইউনানে দেখা মিলবে গ্যালিভারের লিলিপুটদের (ভিডিও)

liliputসুরমা টাইমস ডেস্কঃ গ্যালিভারের ভ্রমণ কাহিনী সবারই মনে থাকার কথা। যে কাহিনীর অবিস্মরণীয় আবিষ্কার লিলিপুট। যাদের অস্তিত্ব সেই কল্পনার জগতেই। কিন্তু চীনের ইউনান প্রদেশে গেলে হয়তো চোখে পড়ে যেতে পারে সেই লিলিপুটদের গ্রাম।
চারিদিক দেখে এই ভেবে আশ্চর্য হয়ে যেতে পারেন যে, গ্যালিভারের দেশের লিলিপুটেরা এখানে কেন?
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাস এই খুদে মানবদের। যাদের সবার উচ্চতা ২ থেকে ৪ ফুট। তবে এখানে ১৯ বছরের কম বয়সী কেউই নেই। বলা যেতে পারে এটি একটি বামন সাম্রাজ্য।
যারা পিটুইটারি হরমোনের অভাবে আক্রান্ত হয়ে ডোর্ফিজমে ভুগছেন, তারা ‘কিংডম অব দ্য লিটল পিপল’ থিম পার্কে থাকছেন স্বাচ্ছন্দ্যে। পার্কে রয়েছে তাদের কাজের সুযোগ। গান গেয়ে, নেচে ঘুরতে আসা সবাইকে বিনোদন দিয়ে থাকেন তারা।
পার্ক কর্তৃপক্ষ বামনদের থাকার জন্য তৈরি করে দিয়েছেন এমন সুদৃশ্য মাশরুম আকৃতির বাড়িগুলো। যা বদলে দিয়েছে পার্কের চেহারা। আর তাইতো সারা বছর সেখানে লেগেই থাকে পর্যটকদের ভিড়। ভিডিও: তথ্যসূত্র: সময়টিভি