মোদি-মনমোহন-মমতাকে খালেদার ধন্যবাদ

khaleda ziaসুরমা টাইমস ডেস্কঃ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাস করায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বধ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ চুক্তির ফলে বাংলাদেশ ৫০০ একর জমি হারালেও দুই দেশের ছিটমহলের অধিকার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে। তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। দুর্ভোগ কমবে।
এসময় আরো বলা হয়, এ চুক্তিটি মূলত কংগ্রেস সরকারে সময়ে হয়েছিল। সেসময় ভারত সরকার তাদের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য চুক্তি নিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপির সঙ্গে কথা বললেও বাংলাদেশ সরকার বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলের সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি, চেয়ারপারসনের প্রেসইউং সদস্য শামছুদ্দিন দিদার প্রমুখ।