শাহজালাল সিটি কলেজে বিদায় সংবর্ধনা

ভালো ছাত্রের আগে ভালো মানুষ হতে হবে …এসএম জাহিদ হোসেন

Shahjalal City Collegeবাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রেল আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন বলেছেন, লেখাপড়া করে শুধু সনদ অর্জন করলে হবেনা। ভালো মানুষের সনদও অর্জন করতে হবে। যে শিক্ষা মানবিক গুনাবলী তৈরি করেনা সে শিক্ষার কোন প্রযোজন নেই। সেরা ছাত্রের পাশাপাশি সেরা মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। তিনি শিক্ষার্থীদের কালজয়ী মানুষের জীবন অনুসন্ধান ও বেশি বেশি পড়াশোনার পরামর্শ দেন।
এসএম জাহিদ হোসেন গত বৃহস্পতিবার রাতে নগরীর শাহজালাল সিটি কলেজে ২০১৫ সালের হোস্টেলে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহজালাল সিটি কলেজের প্রভাষক অহী আলম রেজার সভাপতিত্বে ও কলেজের প্রাক্তন ছাত্র কাজী জুবায়ের আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল হক সরদার বলেন- সকল ছাত্রের মধ্যেই গুনাবলী রয়েছে। ভালোভাবে তাদের পরিচর্যা করতে পারলে যোগ্য মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারে।
সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শাহজালাল সিটি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ব্যাংক কর্মকর্তা কৃপেশ চন্দ্র পাল, প্রভাষক আবুল হাসান চৌধুরী জাকের, দেলোয়ার হোসেইন। ছাত্র ছাত্রীদের মধ্যে বেলায়েত খান, আতিকুজ্জামান, ইমরান রহমান, জাকারিয়া খান, জারিন তাসনিম প্রভা, তানজিয়া চৌধুরী, জুনায়েদ আহমদ,মাহফুজুর রহমান হিমেল প্রমুখ। অনুষ্টানে চিহ্র নামে একটি সাময়িকীর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি