কিশোরীদের মেধা বিকাশে শ্রীমঙ্গল পৌরসভার ব্যাতিক্রমী উদ্যোগ
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল পৌরসভা কিশোরীদের মেধাবিকাশ,আইটি ক্ষেক্রে দক্ষতা অর্জন,স্পোকিং ইংলিশ আয়ত্ব করা,ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের উন্নয়নে অভিভাবকদের মতামত গ্রহনে পৌরসভার প্রতিটি কাবের অভিভাবকদের সঙ্গে চলছে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছ্।ে এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধায় শহরের ৭নং ওর্য়ার্ডে শান্তি-শাপলা কিশোরি কাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম এর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় কিশোরী কাবের কার্যক্রমের উপর স্থিরচিত্র প্রদর্শন করেন প্রধান অতিথি কিশোরী কাবের প্রতিষ্ঠাতা শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া। , পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা কাউনিাসলর মিসেস সালমা বেগম,সিবিও সভাপতি গৌরাঙ্গ বনিক,শিক্ষাবিদ আব্দুল হাই,অভিভাবক প্রতিনিধি স্বপনা স্বর্নকার প্রমুখ।