শ্রীমঙ্গলে পৃথক দাবীতে তিনটি সংগঠনের পৃথক মানববন্ধন

অধ্যক্ষ ননী গোপালের উপর হামলার প্রতিবাদে ও সিএইচ সি পি অর্পনা দাশ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে
অধ্যক্ষ ননী গোপালের উপর হামলার প্রতিবাদে ও সিএইচ সি পি অর্পনা দাশ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে

মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারে আলহাজ মখলিছুর রহমান কলেজের পরিচালনা কমিটি কতৃর্ক অধ্যক্ষ ননী গোপালের উপর হামলার প্রতিবাদে জেলার শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরের প্রত্যেকটি সড়কেই সহস্রাধিক শিক্ষক এ মানবন্ধনে অংশ নিয়ে শিক্ষকের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তব্য দেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, সম্পাদক বিল্পব দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য প্রমূখ।

SAMSUNG CAMERA PICTURESএকই সাথে উপজেলা আমরইল ছড়া কমিউনিটি কিনিকের সিএইচ সি পি অর্পনা দাশ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও দুর্ঘটনাকারীর শাস্তি এবং সড়ক পথকে নিরাপদ করার দাবীতে মানববন্ধন ও শোক সভা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচ সি পিরা। এসময় বক্তব্যদেন অমলেশ পুরকায়েস্থ, রজত চক্রবর্ত্তী, জাকির হোসেন, দুলন দেব ও মাহবুুবুর রহমান। এ ছাড়াও মৌলভীবাজার ঢাকা সড়কে সাঁতগাও উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিডব্রেকার স্থাপনের দাবীতে মানবন্ধন করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।