৭নং মোগলগাঁও ইউনিয়নে গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ৭নং মোগলগাঁও ইউনিয়নের উদ্যোগে স্থানীয় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণের গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা ২০১৪ অনুষ্ঠিত হয়। মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম টুনুর সভাপতিত্বে ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় উক্ত খেলায় উপস্থিত ছিলেন পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরিফ উদ্দিন মামুন, ওয়ার্ড সদস্য আইনুল হক, শামসুন নুর, ফজলুর রহমান, রংমালা বেগম, শিক্ষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদী বেগম, নাদিরা বেগম, সারোয়ার হোসেন, আব্দুল মুকিত, আব্দুর রকিব মানিক, ইউ/সচিব নেহারজিত পাল প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার হাতিয়ার। আমাদের প্রত্যেকের বিবেকের দ্বায়বদ্ধতা হলো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে কাজ করে যাওয়া। বিজ্ঞপ্তি