শ্রীমঙ্গল প্রবীণ শিল্পী সংগঠক সম্মাননা ও বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন

SAMSUNG CAMERA PICTURESমধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল নন্দিত বন সংগীত বিদ্যালয়ের উদ্যোগে প্রবীণ শিল্পী সংগঠক সম্মাননা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্ষিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধায় শহরের ইলিয়াছ প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক ও নন্দিত বন এর উপদেষ্টা সাংবাদিক বিকুল চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্তদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করেন বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুন-অর- রশিদ সরকার। সম্মাননা প্রাপ্তরা হলেন, শ্রীমঙ্গল জাগৃতি শিল্পী গোষ্টীর কর্ণধার বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, সংগীতজ্ঞ বুলবুল আনাম, সীতেশ চৌধুরী ও সংগীত বিশেষজ্ঞ খোকন দাশ গুপ্ত। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শ্রীভুমি সম্পাদক সাংবাদিক ইসমাইল মাহমুদ। বক্তব্য রাখেন নন্দিত বনের সভাপতি সজল কানু সম্পাদক কাজল শীল। পরে সংগীত, নৃত্য, আবৃতিসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করে অথিতিরা। অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠিত হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।