দ্বিতীয় দিনের মতো সিলেটের দলিল লেখকদের অবস্থান কর্মসূচি পালন

photo-1সুরমা টাইমস ডেস্কঃ অবৈধ পরিপত্র প্রত্যাহার ও জেলা রেজিস্ট্রারীর দুর্নীতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। সিলেট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। ৩ দিনের অবস্থান কর্মসূচির শেষ দিন আজ দুপুরে শেষ হবে।

এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জেলা রেজিস্ট্রার অবৈধ পরিপত্র জারির মাধ্যমে সিলেটে সদর সহ ১৩ উপজেলার সাব রেজিস্টারগুলোকে অচল করে দিতে চাচ্ছেন। এতে করে দলিল লেখকরা আন্দোলনে থাকায় সাধারন মানুষের দুর্ভোগ হচ্ছে। এরপরও টনক নড়ছে না সিলেট জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন খানের। তারা বলেন, দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে সিলেট থেকে বদলি না করলে সাব রেজিস্ট্রারগুলোর কার্যক্রম সচল হবে না। অভিলম্বে তারা জেলা রেজিস্ট্রারের অপসারন দাবি করেন।
সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েকের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সিনিয়র নেতা আজিজুর রহমান লাল মিয়া, নেতা মো. সুলতান মিয়া, রফিকুজ্জামান, ফরিদুর রহমান, কুতুব উদ্দিন, মহিবুর রহমান জিলু, ফয়সল আহমদ, এম ইকবাল হোসেন, কবির আলী গাজি অলিউর রহমান, আব্দুল রহমান (১), শেখ লুকমান মিয়া, সুধাংশু মোহন পালন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মাসুদ আহমদ কবির, অজিত কুমার দাশ, দিলোয়ার হোসেন (২), আব্দুল হান্নান খোকন, প্রনজিৎ চন্দ, হেলাল উদ্দিন শামসুল ইসলাম আনা, আব্দুল আহাদ (২), আব্দুর রহিম (২), মাহবুবুর রহমান এরশাদ, আবুল হাসনাত, শাহীন আহমদ, সাদেক আহমদ, রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর হোসেন মান্না, ইকবাল আহমদ ইমন, জিলুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।