তাহিরপুরে বর্জ্রপাতে শরীর ঝলসে মারা গেছেন এক ধান কাঁটার শ্রমিক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে ধান কাঁটতে গিয়ে বর্জ্রপাত পড়ে এক ধান কাঁটার (ধাওয়ালী) শ্রমিক মারা গেছেন। নিহতের নাম, আবদুল জলিল। তিনি উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার বৃহৎ বোরো ফসলী হাওর শনির হাওরে বৃহস্পতিবার সকালে অন্যান্য সহযোগী শ্রমিকদের সাথে নিয়ে জলিল ধান কাঁটার সময় আকস্মিক ঝড়ের সাথে তার ওপর বর্জ্রপাত পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় তার মাথা ও বুকের বেশ কিছু অংশ জ্বলসে যায়। পরে তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা লাশ নিয়ে আড়ি আসলে বাদ জোহর শিমুলতলা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে তার লাশ ঐ গ্রামের পঞ্চায়েতি কবর স্থানে দাফন করা হয়।