বির্পযয়ে নিরলস ভাবে কাজ করার জন্য বিদ্যুৎ শ্রমিক লীগের সমাবেশ
সিলেটে বর্ষায় ঝড় বাদলে বিদ্যুৎ ব্যবস্থার বির্পযয়ে শ্রমিকদের নিরলস ভাবে কাজ করার জন্য জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা শ্রমিক সমাবেশ করেছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ ২ এর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট জেলা শাখার কার্যকরী সভাপতি মো. বাবুল মিয়া, সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. আতিকুর ইসালাম মো. মোশারফ হোসেন, লিয়াকত হোসেন, মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গাজী জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মনছুর আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক স্বপন কুমার শাহা চৌধুরী, মো.শাহিন আহমদ, আব্দুল বাতেন মুন্না, বিজয় দাস, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্ষায় ঝড় বাদলে বিদ্যুৎ ব্যবস্থার বির্পযয় ঘটে। তাই সকল শ্রমিককে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলে গ্রাহকরা উপকৃত হবেন। দেশ জাতি বিদ্যুৎ বিভাগের প্রতি সন্তুষ্ট হবেন। বিজ্ঞপ্তি