খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গড়ে উঠে সুস্থ্য মন মানষিকতা : দিরাই পৌর মেয়র

derai picজুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা প্রতিনিধিঃ দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গড়ে উঠে সুস্থ্য মন মানষিকতা।এ জন্য প্রতিটি বিদ্যালয়ে লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ থাকা দরকার। প্রতিটি শিশুর শিক্ষক হচ্ছেন বাবা-মা, পরিবার থেকেই শিশুর মানষিক বিকাশ ও সুন্দর মন গঠনের শিক্ষা নিয়ে তাকে। তাই অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিক্ষার মূল ভিত্তি উল্যেখ করে মেয়র বলেন, এখান থেকেই যদি শিশুদের শিক্ষার ফাউন্ডেশন তৈরি করে দেয়া যায় তাহলে আজকের শিশু আগামী দিনে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌর সদরের ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসরিন বেগম ও উম্মে কলসুমের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, জগদল কলেজের প্রভাষক বদিউজ্জামান ও মুশতাক আহমেদ, সমাজ সেবক আফজল মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।