ঘন ঘন লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন ; সিলেট কল্যাণ সংস্থা

সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও সংস্থার ৪ কমিটির নাম ঘোষনার তারিখ নির্ধারণের লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Load Sheddingবৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে ২১ এপ্রিল ২০১৫ মঙ্গলবার বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সংস্থার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও সংস্থার ৪ কমিটির নাম ঘোষনা অনুষ্ঠানের তারিখ নির্ধারণের লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষাকালের শুরুতেই সিলেট নগরীতে ঘন ঘন লোডশেডিং সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ঘন ঘন লোডশেডিং এর ফলে ২০১৫ সালে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। পাশাপাশি দিনের বেলা প্রায়শই লোডশেডিং এর ফলে সর্বস্তরের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ মারাত্মকভাবে লোকসান ও বিভিন্ন কাজ সম্পাদনে প্রতিকুলতার সম্মুখিন হচ্ছেন। ঘন ঘন লোডশেডিং বন্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয় এবং এতদবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তা সৃষ্টিতে অতিদ্রুত এগিয়ে আসার জন্য জোর দাবী জানানো হয়। সাংগঠনিক সভায় ৪ কমিটি গঠনে সমন্বয়ক কমিটি গঠন করা হয়। ২০১৫-২০১৮ সালের কার্যকরী কমিটি গঠনে মোঃ এহছানুল হক তাহেরকে সমন্বয়ক ও মোঃ হাসান তালুকদার সোহেলকে সদস্য করে, ২০১৫-২০১৭ সালের সিলেট জেলা কমিটি গঠনে মোঃ আজিজুর রহমান আজিজকে সমন্বয়ক, সাদিকুর রহমান, মোঃ আলিম উদ্দিন, মোঃ কেরামত আলী ও গাজী আলমগীর হোসাইনকে সদস্য করে, ২০১৫-২০১৭ সালের সিলেট মহানগর কমিটি গঠনে এ.কে কামাল হোসেনকে সমন্বয়ক, মোঃ নাজমুল হুসাইন, মোঃ জহিরুল ইসলাম জহিরকে সদস্য করে এবং সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র ২০১৫-২০১৬ সালের বিভাগীয় কমিটি গঠনে হুমায়ুন রশিদ চৌধুরীকে সমন্বয়ক, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, মোঃ হাবিবুর রহমান, রুমেল আহমদ ও মোঃ মাসুম আহমদকে সদস্য করে ৪ টি সমন্বয়ক কমিটি গঠন করা হয়। সমন্বয়ক কমিটিকে পর্যায়ক্রমে প্রতিটি কমিটি গঠন এবং নাম ঘোষনা ও শপথ গ্রহনের তারিখ নির্ধারণের জন্য সভায় দায়িত্ব প্রদান করা হয়। সাংগঠনিক সভায় ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে বিশেষ সভার উদ্যোগ গ্রহন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার “শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত’’ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার মহানগর সমন্বয়ক কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় সাংগঠনিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সংস্থার নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ হাসান তালুকদার সোহেল, মোঃ আজিজুর রহমান আজিজ, এ.কে কামাল হোসেন, মোঃ নাজমুল হুসাইন, সাদিকুর রহমান সাদিক, শাহেদ আহমদ, হুমায়ুন রশিদ চৌধুরী, গাজী আলমগীর হোসাইন, মোঃ আলিম উদ্দিন, মোঃ কেরামত আলী, রুমেল আহমদ, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ মাসুম আহমদ, মোঃ রাহাত হোসেন চৌধুরী শিমুল, কাজী মোঃ ইকবাল, মশিউর রহমান তানভির, সোলাইমান আহমদ সোহেল, মানিক আহমদ আকাশ ও মোঃ মামুন হোসাইন। সাংগঠনিক সভা থেকে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে বিশেষ সভায় সর্বস্তরের সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি