খাদিমনগর ইউনিয়নের ধোপাগুলে পাজারো গাড়িতে আগুন
সুরমা টাইমস ডেস্কঃ এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল লেবার মার্কেট এলাকায় একটি পাজারো গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ২টার দিকে সিলেট থেকে সালুটিকর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আগুনে পুরো গাড়িটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, শুক্রবার দুপুরে সিলেট থেকে সিলেট থেকে সালুটিকর যাওয়ার জন্য পাজারো গাড়ি (নং ঢাকা মেট্রো ঘ-০২-০৫২৭) নিয়ে রওয়ানা দেন আনা মিয়া। বেলা ২টার দিকে গাড়িটি বিমাবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল লেবার মার্কেট এলাকায় যাওয়ার পর গাড়ির গ্যাস লাইন ছিদ্র হয়ে গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গাড়িতে আগুন ধরার পরপরই আনা মিয়া গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।