সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ ও বুধবারের হরতাল পালনের আহ্বান
সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ভীত ফ্যাসিস সরকারের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর গাড়ী বহরে কাপুরুষোচিত হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্র্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বেগম জিয়ার উপর হামলা করে সরকার গনতন্ত্রকে চিরকালের মত শৃংখল বন্দি করতে চায়। জনরায় কে বৃদ্ধাঙ্গুঁলি দেখিয়ে যে কোন উপায়ে নির্বাচন ফলাফলকে নিজেদের করে নিতে অবৈধ সরকারের যে কোন ষড়যন্ত্রকে রাজপথে থেকে মোকাবেলা করবে ছাত্রদল। নির্বাচন প্রচারনায় পূনরায় কোন প্রকার বাধাঁ প্রদান করা হলে উদ্ধুদ্ধ যে কোন পরিস্থিতির দ্বায় দায়িত্ব শেখ হাসিনার অবৈধ সরকারকেই নিতে হবে। বক্তারা বুধবারের সকাল সন্ধ্যা হরতাল দেশবাসীকে পালনের আহ্বান জানিয়ে বলেন, যে কোন অগনতান্ত্রিক পন্থার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষকে সাথে নিয়ে সমুচিত জবাব দিতে প্রস্তুত। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন, জুয়েল আহমদ জুবেদ, বি.পি. দেব শুভ, জেলা ছাত্রদল নেতা আবু হানিফ, মীর্জা জাহেদ, ডিএইচ খান মিশু, বদরুল ইসলাম, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি জিএম সেলিম চৌধুরী, সাকি হাজারী, আহবাব বাচ্চু, হাবিবুর রহমান, নির্ঝর রায়, বেলাল আহমদ, আজাদ খান, আনোয়ার হোসেন, শাহীন আহমদ, আব্দুল হক, সাজন, রাজন, সুলতান, জাকির, রাজু, আজমল প্রমুখ। বিজ্ঞপ্তি