আতাউর রহমান চৌধুরীর স্মরণে দর্জি শ্রমিকলীগের শোক সভা অনুষ্ঠিত
জাতীয় দর্জি শ্রমিকলীগ সিলেট মহানগর কার্যকরী কমিটির উদ্যোগে গত ১৯ এপ্রিল বিকেল ৫টায় সিলেট মহানরীর একটি রেস্টুরেন্টে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই আতাউর রহমান চৌধুরীর স্মরণে এক শোক সভা রাজু আহমদ কামালের সভাপতিত্বে ও টিপু সুলতানের পরিচালনায় অণুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু তাহের। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর সদস্য সচিব বিমল চন্দ্র দাস, মোঃ জসিম আহমদ, মোঃ মিরাস আলী, মোঃ বাদশা মিয়া, মোঃ হোসেন মিয়া, মোঃ হিরণ মিয়া, বিজিৎ তালুকদার, মোঃ কাদের আহমদ, মোঃ ফয়েজ আহমদ, মোঃ সালেহ আহমদ, মোঃ ইকবাল হাসান জয়, মোঃ তাইতুল আহমদ, সংক অধিকারী, বিপেশ তালুকদার, মোঃ রফিক মিয়া, মোঃ পারভেজ আহমদ, টিটু তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করে বলেন, আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে সিলেটবাসী একজন গুণী ব্যক্তিকে হারিয়েছে, যা সহজে পূরণ হবার নয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি