দুবাইতে “আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন
দুবাই সংবাদদাতা: গত ১৭ এপ্রিল ২০১৫ শুক্রবার বিকেলে আরব আমিরাতের দুবাইস্থ ক্রীক পার্কে এক আনন্দঘন পরিবেশে লুৎফুর রহমান ও কামরুল হাসান জনি রচিত ভ্রমনগ্রন্থ “আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সৃষ্টিশীল এ অনুষ্ঠানটির আয়োজন করে বইয়ের পৃষ্ঠপোষক সংগঠন বাংলাদেশ সোস্যাল ক্লাব, দুবাই। ক্লাবের সভাপতি নওশের আলীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন করেন শারজাহ ইসলামিক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বাংলাদেশী নাগরিক শেখ আব্দুল করিম। লেখকের অনুভূতি প্রকাশকরেন লেখকদ্বয় লুৎফুর রহমান ও কামরুল হাসান জনি। এ সময় বাংলাদেশ সোস্যাল ক্লাবের সকল কর্মকর্তা, তাঁদের পরিবার, সন্তানসহ শতাধিক বাঙালি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়-প্রতিবছর একুশে বইমেলায় অন্তত একটি করে হলেও আমিরাত প্রবাসি লেখদের বই প্রকাশ করবে এ সংগঠন।