তিন মাস বন্ধ থাকার পর সিলেট-ছাতক রেল লাইনে ট্রেন চলাচল শুরু
বিশ্বনাথ প্রতিনিধিঃ নিরাপত্তার অজুহাতে প্রায় ১০০ দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট-ছাতক রেল লাইনে ট্রেন চলাচল শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সিলেট-ছাতক রেল লাইনে ট্রেন চলাচল করতে দেখা যায়। এদিকে, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি রেল ষ্টেশন মাষ্টার পদটি ছিল দীর্ঘদিন ধরে শুণ্য। গতকাল বৃহস্পতিবার ওই ষ্টেশনে নতুন একজন রেল ষ্টেশন মাস্টার নিয়োগ দেয়া হয়েছে।
ট্রেনচলাচলের সত্যতা স্বীকার করে সিলেট রেলওয়ে ষ্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার কারণে গত ৫ জানুয়ারী থেকে সিলেট-ছাতক লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। জিআরপি পুলিশের রির্পোটের ভিত্তিতে ট্রেনের ইঞ্জিন ও বগি ‘ইমারজেন্সি সাটল’ এ রাখা হয়েছে। কিন্তু গতকাল সাটল পুলিশ তুলে নেয়। ফলে সিলেট-ছাতক আবার ট্রেন চলাচল শুরু করেছে।
প্রসঙ্গত, রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া হয় এ রুটের ট্রেন সার্ভিস। এর আগে সুরমা টাইমসএ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অবরোধে বন্ধ হওয়া ট্রেন চালু হয়নি ৩ মাসেও