দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত নজরুলের গ্রামের বাড়ি গোয়াইনঘাটে মাতম

dubai-accidentসুরমা টাইমস ডেস্কঃ দুবাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত গোয়াইনঘাটের নজরুল ইসলামের গ্রামের বাড়িতে মাতম চলছে। তার নিহত হওয়ার খবর পাওয়ার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। নজরুল ইসলাম (৩২) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চারগ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।
চার ভাইয়ের মধ্যে নজরুল ইসলাম ছিলেন দ্বিতীয়। জীবন জীবিকার তাগিদে তিনি প্রায় ৬ বছর আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, নজরুল দুবাইয়ের ভারতীয় মালিকানাধীন ব্রাভো টেকনিক্যাল কন্সট্রাকশনে শ্রমিকের কাজ করতেন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত ও ১৪ জন আহত হন। নিহতদের মধ্যে ৪ জন বাংলাদেশী। নিহত অন্যরা হলেন- চাঁদপুরের মাসুদ ঢালি, মতলবের আলমগীর ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বদরুল হাসান।