সুরমা টাইমস ডেস্কঃ বাংলা নববর্ষ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের তৃতীয় ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ আলপনা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন সোমবার বিকেল ৫টায় বৃহৎ এ আলপনা পরিদর্শন করে শুভ উদ্বোধন করেন। হাবিপ্রবি ফিল্ম ফেয়ারের উদ্যোগে ১০ এপ্রিল থেকে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, অর্ক সাংস্কৃতিক জোট, ডিবেটিং ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আলপনা অঙ্কনে অংশ নেয়। আলপনাটির দৈর্ঘ ২৪ হাজার ৩০ বর্গফুট।