তেল সংগ্রহে হাজারো মানুষের হুমড়ি

oil collectসুরমা টাইমস ডেস্কঃ কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলমনগর এলাকায় ত্রুটি দেখা দেওয়ায় ওই পাইপ লাইন দিয়ে শত শত লিটার অপরিশোধিত তেল নির্গত হচ্ছে। ফলে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সোমবার বিকাল ৪টা থেকে উপজেলার আলমনগর এলাকার শাহজাহান মিয়ার জমিতে মাটি থেকে তেল বের হতে শুরু করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইনের আলম নগর এলাকার মফিজ মিয়ার জমির কাছে পাইপ লাইনের ত্রুটি দেখা দেয়। এতে জমির কিছু কিছু জায়গায় তেল বের হতে দেখে এলাকাবাসী তেল সংগ্রহ শুরু করে। পর্যায়ক্রমে তেল বের হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। পরে খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশ ও জিটিসিএলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে অতিরিক্ত মানুষ থাকায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। এব্যাপারে আশুগঞ্জ জিটিসিএলের উপ মহা-ব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান, কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইনটি প্রায় ১৭৫ কিলোমিটার। সিলেটের বিবিয়ারা গ্যাস কেন্দ্র থেকে এই পাইপ লাইনে তেল সরবরাহ করা হয়ে থাকে। আমরা ত্রুটি মেরামতের কাজ শুরু করেছি। তিনি আরো বলেন, এই পাইপ লাইনের আশুগঞ্জ ও হাটিহারা এলাকায় দুটি বাল্ব রয়েছে। আমরা এই বাল্ব বন্ধ করে দিয়েছি। এখন আর তেল বের হচ্ছে না।