মাওনা ফ্লাইওভারের উদ্বোধন আজ

Hasinaসুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মিত মাওনা ফ্লাইওভার উদ্বোধন করতে আজ শনিবার বিকালে গাজীপুরে যাবেন।
তিনি বহু প্রতীক্ষিত নবনির্মিত মাওনা ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে মাওনা বাজার এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজ মাঠে তিনি এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
২০১৩ সালের ২৬ অক্টোবর ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু করে নির্ধারিত সময়ের তিন মাস আগেই শেষ হয়। ৯০০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ মিটার প্রস্থের চার লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয় ৭০ কোটি ২২ লাখ টাকা।
প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর এসডব্লিউও-পশ্চিমের অধীনস্ত ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন বাস্তবায়ন করে।
ফ্লাইওভারটি শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করবে। সামগ্রিকভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও দ্রুত হবে।