মৌলভীবাজারে শাহ মোস্তফা(রঃ) এর ওরস অনুষ্টিত

shah-mostafa-pic-2বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ তিনশ’ ষাট আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শেরসওয়ার চাবুকমার (রঃ) এর ৬৭৫তম ওরস মোবারক ১৬ জানুয়ারী শনিবার উদযাপিত হয়েছে যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে। এ উপলক্ষে শনিবার সকালে মাজারে গিলাফ চড়ানো, বাদ আছর মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ এবং বাদ এশাহ্ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন, দরগাহের মোতাওয়াল্লী ও ওরস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ। প্রতিবছরই ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই তিনদিন পূর্ব থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। ওরসের সময় চলা মেলাকে কেন্দ্র করে শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিরাজমান ছিল উৎসবের আমেজ। দেশের বিভিন্নস্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানীরা।মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের নানা ধরনের খেলনার দোকান বসে। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগত মুরিদান, ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। এছাড়া পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক টহলে ছিল বলে জানিয়েছেন উরস উদযাপন কমিটির নেতৃবৃন্দ।