প্রথম বারের মতো লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের ইস্টার সানডে পালিত
খ্রিষ্ঠান ধর্মের অন্যতম উৎসব হচ্ছে ইস্টার সানডে। তাই খ্রিষ্টান ধর্মের এই দিনকে প্রতি বছরই পালন করে আসছে। গত ৫ই এপ্রিল ২০১৫ প্রথম বারের মতো লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের যুব সমিতি কর্তৃক আয়োজিত সুর্যোদয় প্রার্থনা লাক্কাতুরা গলফ কাব মাঠে অনুষ্টিত হয়। এতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন চার্চের সম্পাদক মি: স্বপন বারিক, পবিত্র বাইবেল পাঠ করেন মি: রঞ্জন বাইগ্যা, প্রারম্ভিক প্রার্থনা করে মিসেস রেহানা দাস প্রসংসার গান পরিবেশন করেন লাক্কাতুরার যুব সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ। সামগ্রীক প্রার্থনা করেন মিসেস সবে বারিক। গানের সাথে নৃত্য পরিবেশন করেন মেয়েরা। মিস এলটি, শিবলি, রেয়া, উপহার ও বক্তার জন্য প্রার্থনা করেন বিশেষ অতিথি মি: মাইকেল কুমার শর্মা। আরাদনার গান করেন যুবক-যুবতীরা। দেশ ও জাতীর জন্য বিশেষ প্রার্থনা করেন মি: সাগর বিশ্বাস।
সমাপনী প্রার্থনা ও আশীর্বচন করেন রেভা: মাইকেল মারাক। এছাড়া সুর্যোদয় প্রার্থনার মূল বচন মৃত্যুর উপরে প্রভূ যীশুর বিজয়। প্রধান বক্তা রেভা: মাইকেল মারাক খ্রিষ্ঠেতে প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণের সামনে তুলে ধরেন। বিজ্ঞপ্তি