এক যুগ পরে হচ্ছে বিশ্বনাথ আওয়ামী লীগের সম্মেলন
বিশ্বনাথ প্রতিনিধিঃ সারাদেশে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের ধারাবাহিকতায় বিশ্বনাথে দীর্ঘ এক যুগ পর হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে। সভাপতি-সাধারন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন প্রায় ডর্জনখানেক এর মতো। চলতি মাসের যেকোনো দিন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু হয়েছে। প্রতিদিন তারা ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তবে এবারের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দলের একাধিক নেতাকর্মী জানান।
এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি পদে নতুন কমিটিতে প্রার্থী হতে যাচ্ছেন বর্তমান কমিটির সভাপতি মজম্মিল আলী, আওয়ামীলীগ নেতা পংকি খান, শাহ আসাদুজ্জামান আসাদ, ফখরুল আহমদ মতছিন, সাধারন সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামীলীগ নেতা মো. ছয়ফুল হক, এইচ.এম.ফিরোজ আলী, আমির আলী, মাহবুবুর রহমান লিলু, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ এর নাম শুনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানাযায়, ২০০৪ সালে সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আবদুস সামাদ আজাদ উপস্থিততে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন এবং একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়। ২০০৪ সালে সেপ্টেবর মাসে মজম্মিল আলীকে সভাপতি ও বাবুল আখতারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির দুই-একজন প্রবাসে রয়েছেন। ইতি মধ্যে উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। এপ্রিল মাসের শেষের দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এমটাই মনে করছেন দলীয় নেতারা।
তবে আওয়ামী লীগের তৃণমূল কযেকজন নেতা বলেন, দলের ত্যাগি নেতারা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান না পেলে সেই কমিটি প্রত্যাখান করা হবে। সুবিধাভোগিদের দিয়ে কমিটি গঠন করা হলে মানবে না কেউ।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ বাবুল আখতার সাধারণ সম্পাদক পদ প্রার্থী দাবি করে বলেন, আমরা সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এপ্রিল মাসের শেষের দিকে সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, এবারের সম্মেলনে দুটি পদে নির্বাচন হবে। তবে যারা কাউন্সিলরাদের ভোটে নির্বাচিত হবেন তারাই আগামী দিনে বিশ্বনাথ আওয়ামীলীগের দায়িত্ব পালন করবেন।