বিছনাকান্দি থেকে ৫ লক্ষাধিক টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

Money Launderingসুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় থেকে এক হুন্ডি ব্যবাসীয়কে আটক করেছে বিজিপি। রবিবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এ সসময় তার শরীর তল্লাশি করে ৫ লাখ ৯৯ হাজার ৯শ’ টাকা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তির নাম মঈনুল ইসলাম (৩৮)। সে গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া মুসলিমপাড়া এলাকায় মৃত্য নূর মিয়ার ছেলে।
জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলায় বিছনাকান্দি এলাকায় নায়েব জুবেদার জৈন উদ্দিন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে মুসলিম ক্যাম্প পিলার (সীমান্ত ১২৬৬/২ এস) দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় মঈনূল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে গামছা পেচানো অবস্থায় ৫ লাখ ৯৯ হাজার ৯শ’ টাকা পাওয়া যায়। এসব টাকা হুন্ডির বলে ধারণা করছে বিজিবি সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও ইউপি সদস্য আব্দুল্লাহ।
৫ ব্যাটেলিয়ান সুবেদার শাহ্ আলম গণমাধ্যমকে জানান, মঈনুল ইসলাম ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৯ হাজার ৯শ’ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে এসব টাকা হুডির বলে ধারাণা করা হচ্ছে বলে জানান তিনি।