রাজনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে, পুলিশসহ আহত ১০

natore aleage bnp fightমৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজনগর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী, আব্দুস সুবহান (৬০), মাসুক মিয়া (৪০), ইউপি সদস্য শিবব্রত চক্রবতী (৪৫), ইউপি সদস্য আব্দুল আজিজ (৫০), অপু মালাকার (১৬), নিধু মালাকার (১৭)। আহত একজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেংরা বাজারে শনিবার দিবাগত রাতে ইলাশপুর গ্রামের জনির (১৩) শরীরে কর্তল গ্রামের ইমনের (১৮) মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় কথাকাটাটির এক পর্যায়ে জনিকে মারধর করা হয়। এসময় স্থানীয়রা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে উভয়কে ফিরিয়ে দেন। এদিকে ইলাশপুর গ্রামের লোকজন বিষয়টি জানার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেনভ।
সকালে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টেংরাবাজারের দিকে আসতে থাকেন ইলাশপুর গ্রামের লোকজন। খবর পেয়ে কর্তল গ্রামের লোকজনও বাজারের পশ্চিম পাশে অবস্থান নেয়। উভয় পক্ষ বাজারের দুইপাশে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে খবর পেয়ে রাজনগর থানার ওসি মো. শামছুদ্দোহা দাঙ্গা পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, ইউপি চেয়ারম্যান টিপু খানসহ স্থানীয় ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।
রাজনগর থানার ওসি মো. শামছুদ্দোহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।