ইতালির পালেরমো তারেক রহমানের ৫০ তম জন্মদিন পালন করেছে বিএনপি

10811230_10202051503288543_1062267876_nতাফাজ্জুল তপু ,পালেরমো ইতালি থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,জিয়া পরিষদ পালেরমো শাখার যৌথ উদ্যোগে স্হানীয় সান্তা কিয়ারা মিলনায়তনে বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় , বিএনপি’র সভাপতি মো: আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি এন পি’র প্রধান উপদেষ্টা আহমেদ আলা উদ্দিন,আব্দুল মতিন,বি এন পি’র সিনিয়র সহ সভাপতি আইনুল ইসলাম, আব্দুন নূর,বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক তনির খান, জিয়া পরিষদের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন ৭ ই নভেম্বর বাঙালী জাতীর পুন: মুক্তি দিবস, ১৯৭৫ সালে এই দিনে সিপাহী জনতার মিলিত বিপ্লবে চারদিনের দু:সপ্নের প্রহর শেষ হয়, প্রতিহত হয় স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র, ঐ দিনে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ক্যান্টনমেন্টের বন্ধিদশা থেকে মুক্ত করে আনেন স্বাধীনতার ঘোষক ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের মহা-নায়ক মেজর জেনারেল জিয়াউর রহমানকে, তাই ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও দেশের বাহিরে সকল নেতা কর্মীকে ৫ ই জানুয়ারির সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা শেখ হাসিনা সরকারের পতনে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার ডাক দেন। বক্তারা বর্তমান সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপির চেয়াপারসন, তিন বারের প্রধান মন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ তার দুই ছেলে ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিত্যা মামলা তুলে নিয়ে অবিলম্বে তত্তাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের মানুষের গতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার অন্যতায় আরেকটি মহা বিপ্লবের মধ্যমে এ সরকারের পতন হবে।
উক্ত সভায় বক্তব রাখেন বি এন পি’র সহ সভাপতি সেলিম উল্লাহ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাছান নুর চৌধুরী, বি এন পি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম তালুকদার,জিয়া পরিষদের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহদী হাসান ও প্রচার সম্পাদক সেবুল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে আনন্দ ঘন পরিবেশে তারেক রহমানের ৫০তম জন্মদিনের কেক কেটে একে অপরের নেতাকর্মীরা আনন্দ ভাগাভাগি করে নেন এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।