তালামীযের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতকে ‘আলোর প্রদ্বীপ’ স্মারক’র মোড়ক উন্মোচন
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল ফজল মো. ত্বোহা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের যোগে সাহিত্য চর্চা খুবই জরুরী। সাহিত্য চর্চার মাধ্যমে আলোকিত জাতি গঠন করা সম্ভব। লেখা-পড়ার পাশাপাশি এ সংগঠনের কর্মীরা সাহিত্য চর্চায় পিছিয়ে নেই। আলোর প্রদ্বীপ নামের প্রকাশিত স্মারকটি কর্মীদের চলার পথে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, বাংলার জমিনে তাসলিমা নাছরনি, রাজিব হায়দার, লতিফ ছিদ্দিকি সহ অসংখ্য নাস্তিকদের জন্ম হয়েছিল। সম্প্রতি সিলেটের জমিনে কথিত নাস্তিক-ব্লগাররা ইসলামের বিরুদ্ধে প্লেকার্ড বহন করে অপ-প্রচার করেছিল। তাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়েছিল তালামীযে ইসলামিয়া। আলীমদের লিবাছ পড়ে এ যুগের দাজ্জাল দেওয়ানবাগ, কুতুববাগরা সহজ-স্মরল মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নিজেকে খোদা দাবি করছে। সরকার এদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন প্রদক্ষেপ গ্রহণ করছে না। এদের বিরুদ্ধে তালামীযে ইসলামিয়ার কর্র্মীদেরকে সংগ্রাম করতে হবে। এসব ভন্ডদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে ছাতক (উত্তর) উপজেলা তালামীযের উদ্যোগে শাহ সুফি মুজাম্মিল আলী (রহ) দাখিল মাদরাসা হলে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতমবারের মতো ‘আলোর প্রদ্বীপ’ সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন। ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি ইয়াহইয়া উল ইসলাম সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মতিন রাজন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মুহিবুর রহমান আকতার, জেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আলী আছগর খাঁন, জেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিছবাহ, সহ-প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, ছাতক (উত্তর) সাবেক সভাপতি আবদুল কাইয়ুম, ছাতক (দক্ষিণ) আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ মিছবাহ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক তারেক আহমদ, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, প্রশিক্ষন সম্পাদক আবু তাহের, সদস্য রাসেল আহমদ, ছাতক পৌর শাখার সভাপতি শামছুদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ আঞ্চলিক তালামীযের সভাপতি হাফেজ আবদুল বাছিত, সাধারণ সম্পাদক হাফেজ রেদ্বওয়ান আহমদ, দশঘর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নূল হাসান, নোয়ারাই ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজুর রহমান, কালারুকা ইউনিয়ন সভাপতি ছাদিকুর রহমান, চরমহল্লা ইউনিয়ন সভাপতি মিনহাজুর রহমান, শাহ সুফি মুজাম্মিল আলী (রহ) দাখিল মাদরাসা শাখার সভাপতি হাফেজ মহি উদ্দিন, সাধারণ সম্পাদক কারী ছায়াদ আহমদ, নতূনবাজার দাখিল মাদরাসা শাখার সভাপতি হাফেজ এমদাদ হোসেন, সহ-সভাপতি হাফেজ শামীম আহমদ, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, নুরুল্লাপুর দাখিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবুল খয়ের, ছাতক জালালিয়া আলিম মাদরাসা শাখার সভাপতি আবদুল্লাহ আল-মাছনুন, খুরমা উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি ও সদ্য ছাত্রলীগ থেকে তালামীযে যোগদান কারি জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় ছাতক প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ও সাংবাদিক মিজানুর রহমান ফজলু উপস্থিত ছিলেন। তালামীয কর্মী মাছুম বিল্লাহ শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত এবং তারানায়ে তালামীয পরিবেশন করেন, কারী সায়াদ আহমদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা ‘আলোর প্রদ্বীপ’ নামের বার্ষিক সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন এবং মাওলানা শাহ আবুল হাসনাতের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।