মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের আলোচনা সভা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের উদ্যোগে রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রজন্মলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় জেলা শাখার সভাপতি মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এম বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল, মহানগর শাখার সাধারন সম্পাদক সৈয়দ মামুন আহমদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইসলাহ উদ্দিন বাবলু, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, তারেক আহমদ, মাহমুদ হোসেন খান, সাবেল আহমদ, এজাজ আহমদ, আবু বকর, রকি দেব, আব্দুল মালেক, রোকন আহমদ, তাহের আহমদ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটা জাতি যখন স্বাধীনতা যুদ্ধে নামে, তার মধ্যে একটা চেতনা জন্মলাভ করে, মুক্তির আকাঙ্খা সৃষ্টি হয়। যে আকাঙ্খার বৃত্তিতে এই দেশে ৩০লক্ষ মানুষ রক্তদিয়ে সাড়ে ৭কোটি মানুষ জীবন বাজি রেখে সংগ্রাম করলো, স্বাধীনতার ৪৩বছর পরও জনগণের সেই আকাঙ্খা, সেই চেতনা বাস্তবায়ন হয়নি। বরং মুক্তিযোদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করে দেশকে আজ ভয়াবহ সংকটে এনে দাড় করিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষক কিন্তু বিএনপি জিয়াউর রহমান কে স্বাধীনতার ঘোষক বলে মিথ্যাচার করে দেশের নতুন প্রজন্মকে ও জাতিকে বৃভ্রান্ত করছে। ৪৩বছর পরও জামায়াত বিএনপি আবরো ৭১এর মত মানুষকে পুড়িয়ে, বোমা মেরে নিরিহ মানুষকে হত্যা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্য কন্যা দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা নতুন করে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি