সিলেট কল্যাণ সংস্থা’র নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্টিত

আগামী ১লা এপ্রিল বুধবার সিলেট সিটি কর্র্পোরেশনের সামনে মশারী টাঙ্গিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচী

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যেগে ২৪মার্চ ২০১৫ মঙ্গলবার বিকাল ৪ টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্টিত হয়। সভার শুরুতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধনে সিলেট নগরীতে মাঠ পর্যায়ে কোন প্রকার উদ্যোগ গ্রহন না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গত ১৫ই মার্চ সিলেট নগরীতে মশার উপদ্রব কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সুদৃষ্টি কামনায় সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এতদ বিষয়ে আজ পর্যন্ত কোন প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় নগরবাসী মশার উপদ্রবে দিন-রাত ২৪ ঘন্টা অতিষ্ঠভাবে মশার উপদ্রব নিয়ে জীবন অতিবাহিত করছেন। মশার উপদ্রবে নগরবাসী নিজ খরচে বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করলেও তাতেও কোন প্রকার স্বস্তিতে থাকার ব্যবস্থা নাই। যতক্ষণ ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, ততক্ষণ কিছুটা শান্তি পাওয়া গেলেও ওষুধ ব্যবহার শেষ হওয়ার পর পরই শান্তিটি অশান্তিতে পূর্ণ হয়। বাজারের বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহারের ফলে নগরবাসীর মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। যাহা স্বাস্থের জন্য অত্যান্ত ক্ষতিকর। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীঘ্রই নগরীতে মশার ওষুধ ছিটানোর দাবীতে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১লা এপ্রিল বুধবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় মশারি টাঙ্গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার “শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত” সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার অন্যতম সদস্য বিপ্র দাস বিশু বিক্রমের পরিচালনায় সংস্থার যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ ফজলুল করিম চৌধুরী মিনহাজ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আলীম উদ্দিন, সুকান্ত তালুকদার ও মোঃ মাহবুব ইকবাল মুন্না।