সিলেট বিভাগ উন্নয়ন সংস্থা’র (সিবিউস) স্বাধীনতা দিবস উৎযাপন
এম এম সামছুল ইসলাম: সিলেট বিভাগ উন্নয়ন সংস্থা (সিবিউস) ও ভিলেজ প্রোগ্রেস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহষ্পতিবার (২৬/৩) জুড়ী শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন সংস্থা (সিবিউস) ও ভিলেজ প্রোগ্রেস ফাউন্ডেশন বাংলাদেশ প্রসিডেন্ট প্রভাষক এইচ এম এ কাদির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক ও সিবিউস সেক্রেটারি জেনারেল সাংবাদিক এম এম সামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিউস কেন্দ্রিয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নয়াদিগন্ত পত্রিকার জুড়ী প্রতিনিধি এবিএম নুরুল হক, সহ-সম্পাদক জাকির হোসেন ও সাংবাদিক ইমন প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে বলেন- চলমান ঘোম, হত্যা, নৈরাজ্যের মধ্যে দিয়ে মানবাধিকার চরম লঙ্গিত হচ্ছে। অবিলম্বে সকল রাজনৈতিক দল মিলে ঐক্য বদ্ধ হয়ে আলাপ আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির পরিসমাপ্তি ঘটিয়ে দেশকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার উদ্বাথ্য আহ্বান জানান। পরিশেষে দেশের সার্বিক উন্নতি, মুক্তিযোদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।