কমলগঞ্জে ৫দিনব্যাপী শতভূজা শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা ও মেলা সমাপ্ত

 ইসলাম শেফুলঃ দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫দিনব্যাপী ৮ম বার্ষিক শতভূজা (১০০ হাত) শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা ও মেলা বুধবার সন্ধ্যা ৬টায় প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। বুধবার হাজার হাজার বক্তবৃন্দের উপস্থিতিতে দেবালয় সংলগ্ন পুকুরে বিজয়া দশমীর মাধ্যমে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত হয়।
দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি বিনোদ বিহারী দাশ জানান, সাফল্যের ৮ম আয়োজন ৫দিনব্যাপী পূজানুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানসূচী ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পালিত হয়। শতভূজা বাসন্তী পূজা উপলক্ষে দেবালয় সংলগ্ন মাঠে প্রতিবারের মত এবারও বিশাল মেলা বসেছিল। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংসঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে শতভূজা বাসন্তীপূজা পরিদর্শন করে পূজার্থী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা ও মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।