ইংল্যান্ডে স্কলারশিপ : বিনা খরচে মাস্টার্স

suwansi universityসুরমা টাইমস ডেস্কঃ অনার্স সম্পন্ন হবার পর কোন একটি উন্নত দেশে মাস্টার্স করতে চাচ্ছেন! তাও আবার ইংল্যান্ডের মত দেশে। জি, আপাকেই বলছি। অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ইংল্যান্ডের সুয়ানসি বিশ্ববিদ্যালয় দিচ্ছে মাস্টার্স করার সুযোগ। আর শিক্ষাবৃত্তি দিচ্ছে আন্তর্জাতিক টিউশন ফি শোধ করার জন্য।
বিষয়সমূহ:
MSc Environmental Biology: Conservation and Resource Management, MRes Biosciences, MSc Computer Science, MSc Advanced Computer Science, MSc Advanced Computer Science with specialisation in Human-Computer Interaction, MSc Advanced Computer Science with specialisation in Safe and Secure Systems, MSc Advanced Computer Science with specialisation in Software Technology, MSc Advanced Computer Science with specialisation in Visual Computing, MRes Computing and Future Interaction Technologies, MRes Logic and Computation, MRes Visual Computing, MSc By Research Computer Science, MSc Environmental Dynamics and Climate Change, MSc Geographic Information and Climate Change, MSc by Research in Earth Observation, MSc by Research in Environmental Dynamics, MSc by Research in Glaciology, MSc by Research in Global Environmental Modelling, MSc by Research in Global Migration, MSc by Research in Media Geographies, MSc by Research in Social Theory and Space, MSc by Research in Urban Studies, MSc Mathematics and Computing for Finance, MRes Stochastic Processes: Theory and Application, MSc By Research in Mathematics, MSc High Performance and Scientific Computing, MSc By Research Antimatter Physics, MSc By Research Cold Atoms and Quantum Optics, MSc By Research Laser Physics, MSc By Research Lattice Gauge Theory, MSc By Research Nanotechnology, MSc By Research Quantum Fields & Strings and MSc By Research Theoretical Particle Physics at Swansea University in UK.

যোগ্যতা:
– নতুন পোস্টগ্রেজুয়েট করতে আগ্রহী নন ব্রিটিশ শিক্ষার্থী (আফ্রিকা, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য অঞ্চল)
– নূন্যতম ২.১ ডিগ্রি অথবা সমমানের স্কোর
– বিশ্ববিদ্যালয়ে যে কোন একটি বিষয়ে মাস্টার্স করার জন্য আবেদন করতে হবে
– সেপ্টেম্বর ২০১৫ তেই প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ে কোর্স করার জন্য আবেদন করতে হবে

সুবিধা:
– ২০০০ পাউন্ড সমমূল্যের শিক্ষাবৃত্তি (২ লাখ ৩৫ হাজার টাকা)
– আন্তর্জাতিক টিউশন ফি থেকে কেটে নেয়া হবে

যেভাবে আবেদন করতে হবে:
কলেজ অব সায়েন্স আন্তর্জাতিক পোস্টগ্রেজুয়েট স্কলারশিপে আবেদন করার জন্য এই লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে পূরণ করুন। পূরণ হয়ে গেলে Phil Jarman, International and Postgraduate Recruitment Officer, College of Science Recruitment and Admissions Office এর কাছে তা জমা দিন ([email protected]) ১ জুলাই, ২০১৫ এর পর আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি নির্বাচিত হয়েছেন কিনা।
আবেদনের শেষ তারিখ: ১ জুলাই, ২০১৫