সুরমা টাইমস ডেস্কঃ ভুল বানানের ব্যানার নিয়ে পতাকা উত্তোলন দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর শাখা। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ দিবস পালন করে তারা। মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে ‘সস্রদ্ধ ছালাম’ লিখা হয়। প্রকৃতপক্ষে যা হবে ‘সশ্রদ্ধ সালাম’।উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে। এ নিয়ে অনেকেই নানান বিরূপ মন্তব্যও করেন।
পতাকা দিবস পালন ও দেশব্যাপি নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপি নাশকতা-নৈরাজ্যকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারের মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রচলিত সন্তানদের চাকুরি ক্ষেত্রে ৩০ ভাগ কোটা বাতিল করার চক্রান্তের প্রতিবাদ জানান বক্তারা।
পতাকা উত্তোলণ ও মানববন্ধনকালে মুক্তিযোদ্ধার সন্তান দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ইউনিটের সহকারী কমান্ডার আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দেওয়ান কয়েছ গাজী।