সুরমা টাইমসঃ একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুলিশের এসআই জাহিদুর রহমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে মাহাবুবুর রহমান ওরফে সুজন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। আটক জাজিদুরের বিরুদ্ধে চলতি বছরে মাহাবুবুরসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, আজ মাহাবুবুরের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে হত্যাজনিত (হোমিসাইড)। তিনি বলেন, মাহাবুবুরের পরিবারের অভিযোগ ছিল এসআই জাহিদের বিরুদ্ধে। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাতক্ষনিকভাবে তাঁকে আটক করা হয়েছে।