মা-মেয়ে পুড়িয়ে হত্যা, বাদীকে হত্যার হুমকি

mirzapur-25-05-201সুরমা টাইমস ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যার মামলা তুলে না নিলে নিহতদের স্বজনদের পুড়িয়ে মারার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার বাদী তোফাজ্জল হোসেন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।তোফাজ্জল হোসেন জানান, ২০ মে মামলার এজাহারভুক্ত আসামি মো. মোগর আলী (৫৫), তার স্ত্রী রং মালা বেগম, ভাইয়ের স্ত্রী ভায়লা বেগম ও চাচাতো ভাই মফিজ মিয়া নিহতদের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা নিহত হাসনা বেগমের স্বামী মজিবর রহমান ও তার (মজিবর) মা জোবেদা বেগমকে মামলা তুলে নিতে বলেন। কিন্তু রাজি না হওয়ায় তারা তাদের মারতে উদ্যত হন। এসময় তারা মজিবরকে মামলা তুলে না নিলে পুড়িয়ে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় তিনি পরদিন মির্জাপুর থানায় জিডি করেন।এদিকে থানায় জিডির পর সোমবার বিকালে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল আলম ঘটনাস্থলে যান। সন্ধ্যায় ফিরে তিনি বলেন, ‘হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
গত ঈদুল আজহার রাতে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫), তার তিন মেয়ে মনিরা আক্তার (১৪), বাক প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।এ ঘটনায় পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।পরে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে আটক করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দী দেয়।