তরুণ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার বদ্ধপরিকর : সুরঞ্জিত সেনগুপ্ত

Suranjit Mp pic (2) 22.03.2015আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বিগত ৬ বছর থেকে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। কারণ, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। এ বিশ্বে টিকে থাকতে হলে একটি শিক্ষিত জাতি গঠন করতে হবে। দেশের তরুণ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।

গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিরাই ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজসমূহে অনার্স প্রথম বর্ষে (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) ভর্তি হওয়া দিরাই উপজেলার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা শিক্ষায় পিছিয়ে আছে। শিক্ষার হার মাত্র ৩৫ ভাগ। আমাদের শিক্ষায় আরো এগিয়ে যেতে হবে। কারণ সারাদেশ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। এ প্রতিযোগিতায় নিজেদের ধরে রাখতে হলে ঘরে ঘরে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে।
দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্ঠা ও সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের সভাপতি আবু ছালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, শাল্লা আওয়ামীলীগের সভাপতি মুহিম চন্দ্র দাশ, দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি প্রভাকর চৌধুরী, অ্যাডভোকেট সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এলর মিয়া। বক্তব্য রাখেন হুমায়ুন রশিদ লাভলু, জিল্লুর রহমান, ইশতিয়াক হোসেন মঞ্জু, এনামুল হক লিলু, নাজমুল হাসান, সৈয়দ আহমদ দুলাল, অসীম তালুকদার, মোশাররফ হোসেন, প্রমথ তালুকদার, সজীব দাশ, সুকান্ত হাজরা, আবুল হাসান, সুমন মিয়া, অপু তালুকদার, তাপস সূত্রধর, রনি আহমদ, শামীম আহমদ, সুরঞ্জিত তালুকদার প্রমুখ। পরে সংবর্ধিত ৬২ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত। বিজ্ঞপ্তি