জিন্দাবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের তান্ডব, গুলি আহত : ১

chhatroleage 22-03-2015সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জিন্দাবাজারের রাতুল প্লাজার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সংঘর্ষে ছাত্রলীগ কর্মীরা রতুল প্লাজায় ভাংচুর, নিজেদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, জিন্দাবজারের রাতুল প্লাজার সামনে অবস্থান আধিপত্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় SONY DSCসূত্রে জানাযায়, ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতা গৌরাঙ্গ এর নেতৃত্বে কয়েকজন কর্মী রাতুল প্লাজার সামনে অবস্থান করাকে কেন্দ্র করে একই গ্রুপের উপগ্রুপের পারভেজের পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষবাধে এতে ২ রাউন্ড গুলি বর্ষণের শব্দ শুনাগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রাত ৮টার দিকে গৌরাঙ্গ গ্রুপের কর্মীরা রাতুল প্লাজা এলাকায় আড্ডা দিচ্ছিল এসময় তাদের সাথে মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাহ সাংগঠনিক সম্পাদক উত্তমকে দেখা গেছে সে সময় অপর পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে হামলা চালায় সে সময় যুবলীগ ক্যাডার পিযুষ ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ও একটি টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে সূত্র জানায়। আধা ঘন্টা ব্যপী সংঘর্ষে নেতাকর্মীরা রাতুল প্লাজা এলাকায় ব্যপক তান্ডব চালায়। সে সময় এক কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আহত কর্মীর নাম পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষের খবর পেয়ে সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
তবে পুলিশ আসর পরও রাতুল প্লাজা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রলীগকর্মীরা উপস্থিত থাকলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এব্যাপারে সিলেট কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পরে পুলিশ সেখানে গিয়ে দু’পক্ষের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।