ফাজিল চিশতে মধ্যরাতে অগ্নিকান্ড ; মোদী দোকান ও ফার্মেসী ভষ্মিভূত

House on Fire Sylhetসুরমা টাইমস ডেস্কঃ সিলেট শহরের ৭নং ফাজিল চিশত এলাকায় মধ্যরাতে আগুনে একটি মোদী দোকান ও ফার্মেসী ভষ্মিভূত হয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রুহী ভেরাইটিজ ষ্টোর ও পূর্ণিমা ফার্মেসীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, নগরীর নয়াসড়কের ৪৮নং শাহ চান গাজী রোডের বাসিন্দা ও হারুন খানের মার্কেটের ভাড়াটিয়া সিরাজ মিয়ার মালিকানাধীন রুহী ভেরাইটিজ ষ্টোর ও ১৮/৮ ফাজিল চিশতের বাসিন্দা রাখাল দাসের স্ত্রী পূর্ণিমা রানী গোয়ালার মালিকানাধীন পূর্ণিমা ফার্মেসীতে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। এসময় স্থানীয় হারুন খানের কলোনির বাসিন্দারা দোকানে আগুনের ধোয়া দেখে স্বত্তাধিকারী সিরাজ মিয়ার ব্যবহিৃত মোবাইল ফোনে কল দিয়ে ফোনটি বন্ধ পায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর প্রাণপণ চেষ্ঠা চালায়। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রুহী ভেরাইটিজ ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পূর্ণিমা ফার্মেসীর স্বত্তাধিকারী পূর্ণিমা গোয়ালা ও তার স্বামী রাখাল দাস জানান, তাদের ফার্মেসীতে গত মঙ্গলবার দেড় থেকে দুই লাখ টাকার ঔষধ তোলা হয়। আগুনে অনেক ঔষধ পুড়ে গেছে।
এছাড়া রুহী ভেরাইটিজ ষ্টোরের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মালিক হারুন খান।