পুষ্টি ফুডসে চাঁদাবাজি : স্বেচ্ছাসেবকলীগের ৪ কর্মীকে ৫৪ ধারায় চালান

cadabajiসুরমা টাইমস ডেস্কঃ নিজ দলের সম্মেলনের নামে চাঁদাবাজির সময় আটককৃত স্বেচ্ছাসেবক লীগের ৪ কর্মীকে আদালতে চালান দিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বখতারপুর গ্রামের আজহার আলীর পুত্র বর্তমানে নগরীর শাহজালাল উপশহর জি ব্লকের বাসিন্দা মোঃ গোলাম কিবরিয়া (২৪), নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়ার সোনালী ৩০ নং বাসার ফখরুল ইসলামের পুত্র ইমরান আহমদ (২৩), মৌলভীবাজারের রাজনগর থানার কলাগ্রামের আব্দুল মতিনের পুত্র বর্তমানে শাহশালাল উপশহর বি-ব্লকের ১৬নং রোডের পলাশ আহমদ (২৪) ও কানাইঘাট উপজেলার দর্পননগরের পশ্চিম কোনাগ্রামের রফিক মিয়ার পুত্র মোঃ রহিম উদ্দিন রাজু (২৪)।
এ ব্যাপারে শাহপরান থানার এএসআই মো. মহিবুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি জিডি এন্ট্রি করেন। নং- ২০১ (০৪-০৯-১৫)। ধারা-৫৪ কাঃবিঃ।
শাহপরান থানার এএসআই মোঃ মহিবুর রহমান জানান, গত শুক্রবার সকালে নগরীর খুশিঘাটস্থ পুষ্টি ফ্যাক্টরীতে আস্মিকভাবে স্বেচ্ছাসেবক লীগের ৪ কর্মী ফ্যাক্টরীতে ঢুকে পড়ে। তার প্রেক্ষিতে পুষ্টি ফ্যাক্টরীর লোকজন তাদেরকে আটক করে তারা পুলিশকে খবর দেন। পরে তাদেরকে তারা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সুত্রের বরাত দিয়ে তিনি আরো বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাঁদা দাবী করে আসছিল। আসামীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে দলের ৯-১০ জনের একদল কর্মী পুষ্টির ফ্যাক্টরীতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে এক লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় তাদের দাবীর প্রেক্ষিতে ৫ হাজার টাকা দিয়ে বলা হয়, বাকী টাকা শুক্রবার দেয়া হবে। গত শুক্রবার সকাল ১০টায় আবারো তারা চাঁদার টাকা আনতে পুষ্টিতে যায়। প্রথমে তারা বেশ হৈহুল্লোড় করে। পরে তাদেরকে বসিয়ে চা দেওয়া হয়। এর ফাঁকে বিষয়টি পুলিশকে অবগত করা হলে শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাদেরকে আটক করে শাহপরান থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার বর্ণনা করে পুষ্টি ফুডসের কর্ণধার হাম্মাদ রব চৌধুরী বলেন, বিষয়টি নিষ্পত্তি করতে স্থানীয় লোকজন উদ্যোগ নিয়েছেন। নিষ্পত্তি হয়ে গেলে ভালো। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন না।